ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৩
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ জুলাই ২০২২, ০৭:২৬ PM , আপডেট: ১২ জুলাই ২০২২, ০৭:২৬ PM
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) বিকালে সদরের পিয়ারপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর বাইপাসে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গাজীপুর খুলনাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি বাসই সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই বাসের ১৩ জন যাত্রী আহত হয়।
আহতরা হলেন- হাছিনা, আইজল, রিপন, ফজলু, সিমতা মিয়া, সিরাজ প্রামাণিক (৭০), আইয়ুব আলী (৬০), বাবুল মোল্লা, গাজীপুরের শ্রীপুরের সোহেল (৩৮), কুষ্টিয়ার সালাউদ্দিন (৪২), হোসেন আলী (৭০), মাগুরার শ্রীপুরের জীসান, ফরিদপুরের নগরকান্দার বালিয়া গ্রামের আক্কাস কাজী (৬৫)।
এই ঘটনায় ফরিদপুর বাইপাস সড়কের শুরু রাজবাড়ী রাস্তার মোড় এবং শেষ অংশ মুন্সিবাজার এলাকায় পুলিশ বেড়িকেট দিয়ে বাইপাস সড়কটি বন্ধ করে দেয়।
ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. মজিবর রহমান জানান, রেকার দিয়ে বাইপাসের ওপর পড়ে থাকা দুটি বাস সরিয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে আড়াই ঘণ্টা বন্ধ রাখার পর বাইপাস সড়কটি খুলে দেওয়া হয়। সড়কের অবস্থা এখন স্বাভাবিক রয়েছে।