শিক্ষার্থীদের কোরআন বুঝে বুঝে পড়ার পরামর্শ শামীম ওসমানের

শামীম ওসমান
শামীম ওসমান   © সংগৃহীত

শিক্ষার্থীদের পবিত্র আল কোরআনের আয়াত অর্থসহ পড়ে বোঝালেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে আয়োজিত ইফতার মাহফিলে এই কোরআন শরীফ পড়ে শোনান তিনি। এ সময় শিক্ষার্থীদের কোরআন বুঝে বুঝে পড়ার পরামর্শ দেন তিনি।

কোরআনের আয়াত বাংলায় অনুবাদ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘যখন তোমরা নামাজ শেষ কর, তখন দাঁড়িয়ে, বসে কিংবা শায়িত অবস্থায় আল্লাহর জিকির করো।’

তিনি আরও বলেন, সূরা আল মুমিনে বলা হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি সারা দেব।’ সূরা আল ইমরানের ৯ নং আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না।’

তিরমিযী শরীফের বরাতে তিনি বলেন, নবী মোহাম্মদ (সা.) বলেছেন, প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো, যা মন্দ কাজকে মুছে দেবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করো।

শামীম ওসমান বলেন, অনেকেই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি; কিন্তু এর ফজিলত অনেক বড়। মুসা (আ.) বলেন, হে আমার রব, হে আমার আল্লাহ। আমাকে এমন একটা বিষয় শিক্ষা দান করুন, যা দ্বারা আমি আপনাকে স্মরণ করবো, আহ্বান করব। আল্লাহ তায়ালা বলেন, হে মুসা বলো, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।

আরও পড়ুন : প্রেমের আশায় গাড়ি ঠেলছেন অপূর্ব!

‘মুসা (আ.) বলেন, এটা তো আপনার সকল বান্দাই বলে থাকে। উত্তরে আল্লাহ বলেন, আকাশ-জমিনসহ যা কিছু আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখ, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক দিকে রাখো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লায়-ই ভারী হবে।’

ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, ভিপি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় ও সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রাণী সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক শাহ্ মো. আমিনুল ইসলাম, জীবন কৃষ্ণ মদক ও আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ