১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১২:৫৬ PM , আপডেট: ১২ মার্চ ২০২২, ০১:৩৭ PM
আগামী ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, মহামারি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকায় যারা টিকা পেয়েছে এবং যারা টিকা পায়নি সবাই নিজেদের স্কুলে যেয়ে ক্লাস করতে পারবে।
মন্ত্রী বলেন, ‘আমরা চাই না শিক্ষার্থীরা কোন চাপে থাকুক। তাদের পাঠ আনন্দদায়ক করার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়াতে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না।’
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছরের ২১ জানুয়ারি থেকে ২য় বারের মতো দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে করোনার প্রভাব কমে আসায় এ বছরেই ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয় সরকার।
তবে এ মাসের ২ তারিখে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়। এছাড়া ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকে সশরীরে ক্লাস শুরু হবে।
এতোদিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলা থাকলেও বেশ কিছু শর্ত আরোপ ছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুধুমাত্র স্বাস্থ্যবিধি ছাড়া অন্য শর্তগুলো তুলে দেওয়া হবে।
এর আগে, ৪ মার্চ রাজধানীর একটি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া- এডুকেশন ফেয়ার ২০২২’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, মাধ্যমিক স্তরে চলতি মাসের মাঝামাঝি পুরোদমে ক্লাস শুরু হতে পারে।
শিক্ষামন্ত্রী আরও বলেছিলেন, ‘শ্রেণিকক্ষে যারা কোনো কারণে আসতে পারছে না, তারা অ্যাসাইনমেন্ট কার্যক্রমের আওতায় থাকবে। যেখানে মনে হবে দরকার আছে, সেখানেই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।’
আরো পড়ুন: ডেন্টালের ভর্তি আবেদন শুরু ১৩ মার্চ
ডা. দীপু মনি বলেন, চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হওয়া উচিৎ। শিক্ষার্থীরা যে পুর্ণবিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে, সে সিলেবাসেই তাঁদের ভর্তি পরীক্ষা হওয়া উচিত।’