শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরল শিক্ষার্থীরা

  © ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দ্বিতীয় ধাপে ৩৩ দিন বন্ধ থাকার পর আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরল শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দেশের মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দিলে সকাল থেকেই প্রাণের উচ্ছাসে মেতেছেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা। 

তবে শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী করোনা সংক্রমণ প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, তারাই কেবল শ্রেণিকক্ষে ফিরতে পেরেছে। বাকিদের ক্লাস হবে অনলাইনে।

সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় গত ২০ জানুয়ারি থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে, প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২ মার্চ। কিন্তু প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখনই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বার।


সর্বশেষ সংবাদ