রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি (ভিডিও)

কাওরান বাজার এলকার চিত্র
কাওরান বাজার এলকার চিত্র  © টিডিসি ফটো

রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কাওরান বাজার, বাংলা মোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকা বিভিন্ন জায়গাতে বৃষ্টি শুরু হয়।  এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। 

আরও পড়ুন: আজ থেকে বৃষ্টি হতে পারে

এর আগে আবহাওয়া অফিস জানায়, দেশের কিছু কিছু অঞ্চলে আজ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর আবার তাপমাত্রা কমতে শুরু করবে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। আবার একটানা বৃষ্টিও হবে না। থেমে থেমে আগামী তিন-চার দিন হালকা বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা কমবে এবং শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা রয়েছে।

এদিকে, বৃষ্টির কারণে রাজধানীতে সাধারণ যাত্রীরা যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তায় স্বাভাবিকের তুলনায় যানবাহন কম দেখা গেছে।


সর্বশেষ সংবাদ