কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জনের মৃত্যু

কাপ্তানবাজারে আগুন লাগার ঘটনায় ১জন মারা গেছেন।
কাপ্তানবাজারে আগুন লাগার ঘটনায় ১জন মারা গেছেন।  © সংগৃহীত

ঢাকার কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে  আগুন নিয়ন্ত্রনে আনতে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে। এতে আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকানপাট।

শনিবার (৮ জানুয়ারি) ভোরে কাপ্তানবাজারের পাইকারি বাজার এলাকায় আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: একাদশে ভর্তি আবেদন শুরু, শেষ ১৫ জানুয়ারি

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মাদ্রাসা-কারিগরি শিক্ষার্থীদের ১৩ জানুয়ারির মধ্যে টিকা নেয়ার নির্দেশ

এ বিষয়ে ফায়ার সার্ভিস বলছে, বাজারে আগুন লেগেছে ভোর ৫টার দিকে। এরপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করার পর সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার অভিযানে ঘটনাস্থল থেকে সকাল আটটার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।


সর্বশেষ সংবাদ