৫০ বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’ চালু হচ্ছে ২৬ ডিসেম্বর
- টিটিডি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১১:৪০ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২১, ১১:৪০ AM
রাজধানী ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার রুটে সবুজ রঙের বাস দিয়ে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। আগামী ২৬ ডিসেম্বর (রোববার) থেকে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ সেবা।
রোববার (১৯ ডিসেম্বর) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের ২০তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
পড়ুন: অ্যাকাডেমিক কাজের কথা বলে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে রিসোর্টে ঢাবি শিক্ষক
প্রথম দিনে ট্রান্স সিলভার ২০টি এবং বিআরটিসির ৩০টি বাস নিয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত শুরু হবে। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলার আনতে নতুন এ উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেয়র তাপস জানান, আগামী ২৬ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সেবার উদ্বোধন করবেন। মেয়র তাপস বলেন, বিজ্ঞপ্তি অনুযায়ী এই রুটে ৮টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে যাচাই-বাছাই করে ৫ টিকে নিশ্চিত করেছি। সেগুলো হলো ট্রান্স সিলভা, ঝান এন্টারপ্রাইজ, মোস্তফা হেলাল কবির, এইচআর ট্রান্সপোর্ট এজেন্সি ও বিআরটিসি।
পড়ুন: ঢাবির বাস কোথায়— জানাবে মোবাইল অ্যাপ
মেয়র জানান, সব বাস প্রস্তুত না থাকায় আগামী ২৬ তারিখে ট্রান্স সিলভার ২০টি এবং বিআরটিসির ৩০টি ডাবলডেকার নিয়ে শুরু হবে এই সেবা। ৩১ জানুয়ারির মধ্যে তা সমন্বয় করা হবে এবং ৬০ কর্মদিবসে এই রুট পুরোদমে প্রস্তুত হয়ে যাবে।
পড়ুন: গ্যাস, অকটেন, পেট্রোল চালিত বাস-গাড়ির ভাড়া বাড়েনি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রথম দিন থেকেই ই-টিকেটিং সিস্টেম হবে। বাস ড্রাইভারদের লাইসেন্স, রুট পারমিট ও রেজিস্ট্রেশন নিশ্চিত করে পোশাক ও আইডি কার্ড দেওয়া হবে।