২৩ অক্টোবর ২০২১, ১৬:২৪
হিন্দুদের ক্ষতিগ্রস্ত মন্দির পুনর্নির্মাণের দাবি চরমোনাই পীরের
কুমিল্লার ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দির সরকারি খরচে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ইসলামি আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান সংকট নিরসনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
চরমোনাই পীর বলেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশে যে ঘটনা ঘটেছে তার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।