হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, বার্তা লেখা হবে আরও সহজ ও স্বয়ংক্রিয়

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ  © সংগৃহীত

বার্তা লেখা আরও সহজ ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘রিরাইট’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা তাদের মেসেজ বিভিন্ন স্টাইলে লিখতে পারবেন। বার্তার ভাষা পরিবর্তনের পাশাপাশি বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করা যাবে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ‘রিরাইট’ নামের একটি সুবিধা চালুর জন্য কাজ করছে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের পাঠানো বার্তার ভাষাগত কাঠামো স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যাবে। সম্প্রতি অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২৫.৮.৫–এর কোড বিশ্লেষণের সময় এ সুবিধা শনাক্ত করা হয়েছে। নতুন এ সুবিধা চালু হলে বার্তা লেখার সময় সেন্ড বাটনের ওপরে একটি পেনসিল আইকন দেখা যাবে। এতে ট্যাপ করলে একটি বিল্টইন টেক্সট এডিটর চালু হবে। এই এডিটরই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বার্তার ভাষা ও শৈলী পরিবর্তন করে দেবে।

অ্যান্ড্রয়েড অথরিটির তথ্যমতে, নতুন এ ফিচারে বার্তা পুনর্লিখনের জন্য একাধিক অপশন দেখা যাবে। এর মধ্যে বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধনের অপশনটি মূলত শব্দে থাকা ভুল বানান ও ভাষাগত ত্রুটি শনাক্ত করে সমাধান করবে। অন্য অপশন ব্যবহার করে বার্তার ভাষাগত শৈলী পরিবর্তন করা যাবে। তবে সুবিধাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

রিরাইট সুবিধা ছাড়াও হোয়াটসঅ্যাপে আরও এআইনির্ভর সুবিধা যুক্ত করার পরিকল্পনা করেছে মেটা, যার মধ্যে ‘ফটো কোলাজ’ অন্যতম। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা স্ট্যাটাসে একসঙ্গে ছয়টি পর্যন্ত ছবি যুক্ত করতে পারবেন। ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার আদলে হোয়াটসঅ্যাপের লেআউট অপশনে গান, ভয়েস ও টেক্সট অপশনের মতো আলাদা একটি বিভাগও যুক্ত করা হবে।


সর্বশেষ সংবাদ