পরিবারে ১৫-১৮ বয়সী অবিবাহিত মেয়ে থাকলে ভিজিডি কার্ড দেয়ার সুপারিশ

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন  © ফাইল ফটো

যাদের পরিবারে ১৫-১৮ বছর বয়সী অবিবাহিত নারী রয়েছে তাদের ভিজিডি কার্ড দেওয়ার সুপারিশ করেছে নারী ও শিশু বিষয়ক সংসদীয় কমিটি। এ ধরনের পরিবারের তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বৈঠক সূত্রে জানা গেছে, ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে উপকারভোগীর পরিবারে ১৫-১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে সেসব পরিবারকে ২০২৩-২৪ চক্রে উপকারভোগীর তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ।

 


সর্বশেষ সংবাদ