মন্ত্রীর সফরকালে বান্দরবানের ২ পর্যটন এলাকায় ভ্রমণ নিষেধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২৪ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২৪ PM
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সফরকালে জনসাধারণের জন্য দুই পর্যটন স্পট ভ্রমণে নিষেধ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর তার আগমন উপলক্ষে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে নদী পথে ভ্রমণে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা থানচির উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক জরুরি নোটিশে গতকাল মঙ্গলবার এই নির্দেশ দেয়া হয়।
নোটিশে উল্লেখ রয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি ২৯ সেপ্টেম্বর থানচিতে আগমন করবেন এবং ৩০ সেপ্টেম্বর বড় মদক এলাকায় নদী পথে সফর করবেন। তার সফরকালীন সময়ে সকল পর্যটক ও পর্যটকবাহী নৌযান সমূহকে আগামী ৩০ সেপ্টেম্বর তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে নদী পথে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।