ফিলিস্তিনে অনুদান দিতে বিকাশ ও নগদের বিশেষ নাম্বার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মে ২০২১, ১০:০০ PM , আপডেট: ২০ মে ২০২১, ১০:০০ PM
দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর ভয়াবহ বোমা হামলায় মানবিক বিপর্যয়ের মুখে ফিলিস্তিনের মানুষ। সব ধরনের সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় তারা রয়েছেন কঠিন বিপদে। এ অবস্থায় অনেক দেশ এবং ব্যক্তি উদ্যোগে ফিলিস্তিনের মানুষের সহায়তায় এগিয়ে আসছে।
সে ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া নগদ ও বিকাশ। এ জন্য তারা দুটি নম্বরে অর্থ সহায়তা দেওয়ার সুবিধা চালু করেছে। এর মাধ্যমে যে কেউ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে পারবেন।
নগদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ব্যানার শেয়ার করে লেখা হয়েছে, ‘আসুন, যে যার জায়গা থেকে যেভাবে পারি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াই। আপনি চাইলেই, সরকারি ডিজিটাল লেনদেন সেবা নগদ-এর মাধ্যমে ডোনেশন দিতে পারবেন ফিলিস্তিনিদের।
নগদ অ্যাপ থেকে ডোনেশন বাটন ক্লিক করে ‘Embassy of the State of Palestine’ নগদ একাউন্টে পাঠাতে পারবেন যেকোন পরিমাণ আর্থিক সহায়তা। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।’
ইসরায়েল-ফিলিস্তিন রক্তক্ষয়ী সংঘাতের পেছনের ইতিহাস
একইভাবে বিকাশ অ্যাপ থেকেও ডোনেশন বাটনে ক্লিক করে ‘Embassy of the State of Palestine’ একাউন্টে অর্থ পাঠানো যাবে। অবশ্য এই অর্থ দিয়ে কীভাবে যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে কীভাবে সহায়তা পৌঁছাবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অমানবিক হামলায় এ পর্যন্ত অন্তত ২৩০ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে ৬৫ জনই শিশু। এ ছাড়া শত শত মানুষ আহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের ১২ জনের প্রাণ গেছে।