সবার আগে টিকা নিতে চান ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী
ডা. জাফরুল্লাহ চৌধুরী  © ফাইল ফটো

টিকাদান কর্মসূচির তালিকায় নাম থাকলে সবার আগে করোনা ভাইরাসের টিকা নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে জনগণের মধ্যে আস্থা ফেরাতে আমার প্রস্তাব হলো- প্রথমে প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিন নিক এবং সেটা টেলিভিশনগুলোতে সরাসরি দেখানো হোক। উনি যেহেতু আমাদের নেত্রী, তাই উনাকে দিয়েই ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হোক।

নকল ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, যে জিনিসের দাম বেশি হয়, সেটির নকল তৈরি হয়। আপনারা খেয়াল করে দেখেন পৃথিবীর কোথাও সস্তা ওষুধের কোনো নকল পাবেন না। কিন্তু দামি ওষুধের নকল পাবেন। তাই ৩ কোটি টিকা দেয়া শেষে বেসরকারিভাবে টিকা আমদানির অনুমতি দেয়া হোক।


সর্বশেষ সংবাদ