সাড়ে ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে আওয়ামী লীগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ১০:৪০ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২১, ১০:৪০ PM
বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, ‘বিএনপি-জামায়াতের আমলে দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতো। আমাদের চারবারের মেয়াদে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ হয়নি। প্রত্যকটি উপজেলায় একটি করে কলেজ ও হাইস্কুল জাতীয়করণ করা হয়েছে। মানুষের বিশ্বাস করে— শেখ হাসিনার হাতে দেশ আর পেছাবে না।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ও শিক্ষকবান্ধব সরকার। শিক্ষকদের ন্যায়সংগত সব দাবি একমাত্র শেখ হাসিনার পক্ষেই পূরণ করা সম্ভব। ইতিমধ্যে শিক্ষকদের অনেক সমস্যা সমাধান করা হয়েছে। পর্যায়ক্রমে শিক্ষার সব সমস্যা দূর করা হবে। তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাশিপের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম। এতে স্বাশিপের অন্যান্য নেতার বক্তব্যে রাখেন।