জিয়া পরিষদ বেসরকারি ব্যাংক ইউনিট শাখার সভাপতি জাহিদুল সম্পাদক গোবিন্দ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ AM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ AM
মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং গোবিন্দ চাঁদ কুন্ডুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট জিয়া পরিষদ বেসরকারি ব্যাংক ইউনিট শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ২৮ নভেম্বর জিয়া পরিষদের স্থায়ী কমিটির সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়। শনিবার (১৪ ডিসেম্বর) জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই কমিটি অনুমোদনের মাধ্যমে বেসরকারি ব্যাংকগুলোতে জিয়া পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে।
এই নতুন নেতৃত্বের মাধ্যমে জিয়া পরিষদ বেসরকারি ব্যাংক খাতে তাদের কর্মকাণ্ড আরও সম্প্রসারিত করতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।