উষ্ণ ভালোবাসা ছড়িয়ে জেসিআই ঢাকা ইয়াংয়ের ইংরেজি বর্ষবরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৯:৩৪ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২১, ০৯:৩৪ PM
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির মাধ্যমে ২০২১ ইংরেজি বছরের প্রথম দিনটি ব্যতিক্রমভাবে উদযাপন করলো জেসিআই ঢাকা ইয়াং। কনকনে শীতের রাতে রাস্তায়, ফুটপাতে থাকা মানুষদের সাথে এভাবে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নেন তারা। ঢাকা এবং চট্টগ্রাম মিলে তারা প্রায় এক হাজার কম্বল বিতরণ করেন।
এই উদ্যোগের মূল পরিকল্পনা করেন ২০২১ সালের জেসিআই ঢাকা ইয়াং'র প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ, সার্বিক সমন্বয় ও বাস্তবায়নে তিনিসহ আরো ছিলেন জেনারেল লিগ্যাল কাউন্সিল রাবেয়া নাসির অভি ও ডিরেক্টর সামিয়া রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেসিআই বাংলাদেশের পক্ষ থেকে স্পেশাল এসিস্ট্যান্ট টু দা প্রেসিডেন্ট আবু তালেব সিদ্দিক সাঞ্জু, জেসিআই ঢাকা ইয়াং'র আইপিএলপি ইমতিয়াজ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সানজিদা শারমিন, সেক্রেটারি জেনারেল আনিকা ডাইয়ান, ডিরেক্টর শামী মাহমুদ খানসহ অন্যান্য সদস্যগণ।
চট্টগ্রামে কম্বল বিতরণে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন ইউনিভার্সিটি অফ চট্টগ্রামের প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।
'উষ্ণ ভালোবাসা' কার্যক্রম প্রসঙ্গে জেসিআই ঢাকা ইয়াংয়ের ২০২১ সালের লোকাল প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ বলেন, 'নতুন বছর সবাই অনেকভাবে পালন করে থাকেন। করোনাকালীন এই সময়ে যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সরকারি নির্দেশনা মেনে সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য করার জন্য এই উদ্যোগ। অনেক মানুষ আছে যারা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে আসছেন। এই শীতকালে তাদের একটি কম্বল কিছুটা হলেও স্বস্তি দিবে। তাদের মাঝে একটু হাসি ফোঁটাতে এবং নতুন বছরটি ভাল কাজের মাধ্যমে শুরু করাই আমাদের উদ্দেশ্য।'
স্পেশাল এসিস্ট্যান্ট টু দা প্রেসিডেন্ট অব জেসিআই বাংলাদেশ আবু তালেব সিদ্দিক সাঞ্জু বলেন 'ঢাকা ইয়াং আগে থেকেই এই ধরনের মানবিক কাজকর্ম করে আসছে। তারা সুবিধা বঞ্চিতদের পাশে ছিলেন এবং সব সময় থাকবেন। তাদের সব ধরনের কার্যকলাপে সার্বিক সহযোগিতায় সব সময় পাশে থাকবে জেসিআই বাংলাদেশ। জেসিআই ঢাকা ইয়াংদের এই ধরণের কার্যক্রম তরুণ সমাজদের জন্য ইতিবাচক শিক্ষামূলক প্রভাব তৈরি করবে এবং এর মাধ্যমে তাদের মানবিক চেতনাকে জাগ্রত করবে। তাদের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়।'
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই'র সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা দুই লক্ষাধিক। বাংলাদেশে বর্তমানে জেসিআই'র ১৪টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।