কিডনি বিক্রি চক্রের সদস্য আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৩ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৩ PM
নেত্রকোণার পূর্বধলায় কিডনি পাচারকারী চক্রের সদস্য নাজিম উদ্দিন (৩৮) কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গত রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হিরনপুর বাঘরা এলাকা থেকে তাকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়। নাজিম উদ্দিন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চানখলা গ্রামের উমেদ আলীর ছেলে। সে ঢাকায় একটি সোয়েটার কোম্পানিতে চাকরি করত।
নেত্রকোনা গোয়েন্দা পুলিশ ইনচার্জ (ওসি ডিবি) শাহনুর-এ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত কিডনি পাচারকারী নাজিম উদ্দীন কয়েক বছর আগে টাকার প্রয়োজনে নিজের কিডনিই বিক্রি করে দেন তিনি। এরপর দরিদ্র মানুষদের টার্গেট করে শুরু করেন 'কিডনি বাণিজ্য'। এলাকার অন্তত ১০/১২ জন দরিদ্র মানুষকে টাকার লোভ দেখিয়ে তাদের কিডনি বিক্রি করে হাতিয়ে নেন মোটা অংকের টাকা। এছাড়াও এভাবে নিজের স্ত্রীসহ অনেকের কিডনি ঢাকার আশরাফ নামে এক লোকের মাধ্যমে বিক্রি করে আসছিল। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরো জানান,তার বিরুদ্ধে পৃথক আইনে দুটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।