ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ১২:৪৫ PM

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের আগুন লাগার এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি ধলা স্টেশন পার হওয়ার পর ইঞ্জিনে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে। টের পেয়ে লোকোমাস্টার ও পরিচালক নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আউলিয়ানগরে আটকে থাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে আউলিয়ারনগর লুফ লাইনে নিয়ে আসলে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে দিকে ধলা ও আউলিয়ানগর স্টেশনের মাঝামাঝি এলাকায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের আগুন লাগার ঘটনা ঘটে।