দুই পক্ষের গোলাগুলিতে গৃহবধূ নিহত
- খাগড়াছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৫, ০৮:১৪ PM

খাগড়াছড়ি পানছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে এক গৃহবধূ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩ মার্চ) সকালে পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩ মার্চ) সকাল থেকে পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন প্রসিত পন্থি ইউপিডিএফ ও সন্তু লারমা জেএসএসের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়।
এতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসি চাকমা নামে এক গৃহবধূ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের গোলাগুলিতে রূপসি চাকমা নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে জেনেছি। তবে এলাকাটি দুর্গম হওয়ার কারণে সেখানে যাওয়া যায়নি ৷