দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ০৬:৫৯ PM

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে দেশে রোজা শুরু হচ্ছে। সে হিসেবে আজ শনিবার (১ মার্চ) রাতে তারাবির নামাজ শুরু হবে।
আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এই হিসাবে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
এদিকে, বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।