জলকামান নিক্ষেপ করে রাস্তা থেকে আউটসোর্সিং কর্মীদের সরিয়ে দিল পুলিশ

  © টিডিসি ফটো

চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর জলকামান নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে আড়াই ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল শুরু হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এর ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। 

এদিন বিকেল ৫টার দিকে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যায়। এসময় পুলিশকে আন্দোলনকারীদের লক্ষ করে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়। পরে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।


সর্বশেষ সংবাদ