আমাকে আমার মতোই থাকতে দিন─ কেন বললেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ PM

সরকারের পদ-পদবিতে সম্মুখসারিতে দেখতে চাওয়ার দাবি ওঠায় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ‘আমাকে আমার মতোই থাকতে দিন।’
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেডিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাকে উপলক্ষ করে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ না ছড়ানোর আন্তরিক অনুরোধ। যারা রক্তস্নাত জুলাই অভ্যুত্থ্যানের ইতিহাস চর্চায় আমার অবস্থান নির্ধারণ করেছেন অথবা বন্ধু-স্বজন হিসেবে সরকারের পদ-পদবিতে সম্মুখসারিতে দেখতে চাচ্ছেন, তাদের প্রতি আমার সবিনয় নিবেদন, আমাকে আমার মতোই থাকতে দিন।’
এর আগে তাকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়ার দাবি নিয়ে ফেসবুকে আলোচনা হলে এর পরিপ্রেক্ষিতে তিনি এমন পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্রের অবস্থান করে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সরব অবস্থানে থাকা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
অনলাইন নিউজ পোর্টাল জাস্টনিউজবিডির সম্পাদক এবং ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেকটিভস এর নির্বাহী সম্পাদক মুশফিকুল ফজল আনসারী এক সময় দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন। তার আগে বার্তা সংস্থা ইউএনবিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি কাজ করেছেন। লেখালেখি করেছেন ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায়।