গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ডিএসসিসিতে ফটো গ্যালারি

জুলাই অভ্যুত্থানের ছবি দেখছেন ডিএসসিসিতে আসা সেবা গ্রহীতা
জুলাই অভ্যুত্থানের ছবি দেখছেন ডিএসসিসিতে আসা সেবা গ্রহীতা   © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রবেশমুখের দেয়ালে ‘গণঅভ্যুত্থান ২০২৪ ফটো গ্যালারি’ করেছে সরকারের এ সেবা প্রতিষ্ঠানটি। বিভিন্ন কাজে সিটি কর্পোরেশন অফিসে আসা সেবাগ্রহীতা দাঁড়িয়ে দেখছেন এ ছবিগুলো, করছেন ২৪-এর আন্দোলনের স্মৃতিচারণ। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসসির প্রবেশমুখে দেয়ালে টানানো ফটো গ্যালারির সামনে এ দৃশ্য দেখা যায়। 

আরো পড়ুন: কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা

সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘গণঅভ্যুত্থান ২০২৪ ফটো গ্যালারি’র সামনে ২৪-এর ফটো গ্যালারিতে থাকা ছবিগুলো দেখছেন সেবা নিতে আসা দক্ষিণ সিটি এলাকার বাসিন্দারা। তারা জানান, শেখ হাসিনার পতনের পেছনে তার ক্রমাগত দুঃশাসন, প্রহসনের নির্বাচন, ভয় আর বিচারহীনতার সংস্কৃতি দায়ী, এটা সবার জানা। ছাত্র-জনতার মাধ্যমেই ৫ আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে।

ছাত্র-জনতার স্মৃতিকে ধরে রাখতে ডিএসসির এ উদ্যোগকে আমরা স্বাগত জানায়। এ ফটোগ্যালারিতে শেখ হাসিনার নির্যাতনের দৃশ্য ফটে উঠেছে, এসব ছবিতেই তখনকার স্বৈরশাসনের কথা মনে পড়ে, এ ফটোগ্যালারীর দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় আমরা তখন কত নির্যাতন ও অত্যাচারের মধ্য ছিলাম। তাই ২৪-এর আন্দোলনের শহীদ ও আহতদেরকে কখনো ভুলবো না। তাদের এ অবদানের ফলে আজ স্বাধীনভাবে চলতে পারছি।

জানা গেছে, গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘গণঅভ্যুত্থান ২০২৪ ফটো গ্যালারী’র উদ্বোধন করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) সেবা নিতে আসেন যাত্রবাড়ীর শহীদ ফারুক সড়ক রোডের স্থানীয় বাসিন্দা টিটু মিয়া। তিনি বলেন, সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে আমরা খুশি। আর এ ফটো গ্যালারী দেখলেই আমাদের অনেক কষ্ট হয়, আমরা কত নির্যাতনের মধ্যে ছিলাম তা এ ছবিগুলো আমাদের মনে করিয়ে দেয়। ২৪-এর শহীদ ও আহতদের কারণেই এখানে স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারছি। আগে সেবা নিতে আসলে আমাদের সাথে যা তা ব্যবহার করতো। তবে ভোগান্তি তো কিছুটা আছেই।

পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার স্থানীয় বাসিন্দা মহসিনা বেগম বলেন, ‘জমিজমার বিষয়ে এখানে এসেছি। এখানে প্রবেশ করতেই এ ছবিগুলো দেখলাম। এ ছবিগুলো দেখে আন্দোলনের স্মৃতি মনে পড়ে গেল। এটা একটা ভালো উদ্যোগ। অফিসাররা এখন ভালো ব্যবহার করেন।’

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ দুইদিন হলো এখানে দায়িত্ব নিয়েছি। ২৪-এর আন্দোলনের ফটো গ্যালারিতে আরো ছবি যুুক্ত করা যায়নি কিনা সে বিষয়ে আমরা আলোচনা করবো।’ 


সর্বশেষ সংবাদ