জাতীয় নাগরিক কমিটি প্লাসের পরিবর্তে মাইনাস দিয়ে শুরু করছে: মির্জা গালিব

মির্জা গালিব
মির্জা গালিব  © সংগৃহীত

মির্জা গালিব লিখেছেন, ‘দুঃখজনকভাবে জাতীয় নাগরিক কমিটি একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে পারতেছে বলে মনে হইতেছে না। প্রাইভেট ইউনিভারর্সিটির ছাত্রদের বিশাল ভূমিকাকে প্রথম থেকেই ইগনোর করা হইছে। প্লাসের পরিবর্তে মাইনাস দিয়া শুরু করছে তারা।,

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) মির্জা গালিব তার ফেসবুক স্ট্যাটাসে এ সব কথা লিখেছেন। মির্জা গালিব এর আগে ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে দেশের বাইরে শিক্ষকতার সাথে যুক্ত আছেন। 

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নাগরিক কমিটির উচিত ছিল অভ্যুত্থানের সাথে থাকা সকল তরুণদের নিয়ে একসাথে একটা রাজনীতি তৈরি করা। এবং সেই রাজনীতি যেন কোন ভাবেই ইসলামোফোবিক না হয়। মাদ্রাসা ছাত্রদের এবং শিবিরের যেন প্রপার পার্টিসিপেশান থাকে। ঢাকা ইউনিভার্সিটির বাইরে সারা দেশের যে তরুণ সমাজ তাদের যেন প্রপার পার্টিসিপেশান থাকে। তরুণদের বাইরে সিনিয়ার যারা আছে তাদেরকেও সাথে নেয়া জরুরী।’

তিনি আরও লিখেছেন, ‘কিন্তু দুঃখজনকভাবে জাতীয় নাগরিক কমিটি একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে পারতেছে বলে মনে হইতেছে না। প্রাইভেট ইউনিভারর্সিটির ছাত্রদের বিশাল ভূমিকাকে প্রথম থেকেই ইগনোর করা হইছে। প্লাসের পরিবর্তে মাইনাস দিয়া শুরু করছে তারা। জুলাই ফাউন্ডেশানের কাজ ছিল আহতদের সুচিকিৎসা মেইন্টেইন করা, তাদের নেতৃত্বে কাজটা ভালভাবে হয় নাই। আগোছালো ভাবে জুলাই প্রক্লেমেশানের যে দাবী তুলছিল, সেই কাজটাও সুন্দরভাবে শেষ করতে পারে নাই ।’ 

সাবেক শিবির নেতা লিখেছেন, ‘অভ্যুত্থানের সময় সাদিক-ফরহাদের যে অসাধারণ নেতৃত্ব ছিল, যে ভিশান ও ফিনিশিং ছিল, ক্লিয়ারলি তার অভাব দেখা যাচ্ছে। সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ না করলে, যোগ্যতম লোককে পজিশান না দিলে নয়া রাজনীতির বন্দোবস্ত ভালভাবে দাড়ানো কঠিন। বিভেদ দিয়া মহান কিছু হয় না। বেশী সংখ্যক মানুষের কালেক্টিভ ঐক্য দিয়াই একটা জাতির  ভবিষ্যৎ নির্মান হয়।’


সর্বশেষ সংবাদ