ফেনীর সাবেক এমপির বাড়িতে ছাত্র-জনতার ভাঙচুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ PM

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত ছাত্র-জনতা। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর পৌরসভার বারাহিপুর এলাকায় তার বাড়িতে হামলা চালানো হয়।
এর আগে, বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে নাসিমের বাড়িতে হামলার ঘোষণা দেয় তারা। ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ছাত্র-জনতা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে মিছিল নিয়ে নাসিমের বাড়ির দিকে রওনা দেয়।
ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন সাকিল বলেন, বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে গতকাল ধানমন্ডি-৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ সন্ধ্যা ৭টায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র সমাজ ও আহত ভাইদের নিয়ে আমরা এখানে কর্মসূচি পালন করি।
ভাঙচুরের পর ছাত্র-জনতা ফেনী রেল স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। এ সময় স্থানীয় জনতার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্ররাও অংশ নেয়।
এই বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এর আগে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নাসিমের ফেনীর বাসভবন ও স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল।