শিক্ষা সফরে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন স্কুল শিক্ষক

ইলিয়াস চোকদার
ইলিয়াস চোকদার  © সংগৃহীত

ভাঙ্গার একটি বিদ্যালয় থেকে  শিক্ষাসফরে শরীয়তপুরের নড়িয়া গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস চোকদার (৩৬) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। 

নিহত ইলিয়াস চোকদার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকূল গ্রামের মৃত হাকিম চোকদারের  ছেলে। তার দুই বছরের একটি ছেলে রয়েছে।

মালিগ্রাম প্রি ক্যাডেট  স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তাদের স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে একটি বাসে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মডার্ন ফ্যান্টাসি পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন‌। এ শিক্ষা সফরের সকল দায়িত্ব পালন করছিলেন শিক্ষক ইলিয়াস চোকদার। 

পথে গাড়িটি পথ ভুল করে বিকেল ৩টার দিকে পার্কের কাছাকাছি পৌঁছায়। এ সময় গাড়িটি একটি উঁচু ব্রিজে উঠতে গেলে তিনি গাড়ি থেকে নামতে গিয়ে গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

প্রথমে তাকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ভাঙ্গার কাছাকাছি পৌঁছলে তার শরীর নিস্তেজ হয়ে আসে। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয় পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা বলেন, শিক্ষক ইলিয়াস চোকদার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর জেনেছি।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান, আমরা এ দুর্ঘটনা সম্পর্কে  অবগত নই


সর্বশেষ সংবাদ