গ্রেপ্তার হলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী

নুরুজ্জামান আহমেদ
নুরুজ্জামান আহমেদ  © সংগৃহীত

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে তাকে রংপুর প্রধান ডাকঘর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তার নামে হত্যা এবং হত্যাচেষ্টা মামলা রয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি। তাকে দীর্ঘদিন থেকে পুলিশ খুঁজছিল। তাকে মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।


সর্বশেষ সংবাদ