চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা: প্রাণ গেল ১৯ জনের

মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানী এন'জামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা
মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানী এন'জামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা  © সংগৃহীত

মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানী এন'জামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। এই ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই হামলাকারী।  

বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে প্রেসিডেন্ট ভবনের কাছে অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ জনের একটি সশস্ত্র দল ‘অস্ত্র ও ছুরি’ নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের রক্ষীদের ওপর আক্রমণ চালায়।  

চাদের পররাষ্ট্রমন্ত্রী ও সরকারের মুখপাত্র আব্দেরামান কৌলামাল্লাহ জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী দ্রুত হামলাকারীদের প্রতিহত করে। সংঘর্ষে একজন নিরাপত্তা রক্ষী নিহত হন এবং তিনজন আহত হন। হামলাকারীদের মধ্যে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।  

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ঘটনার পর গভীর রাতে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও রাস্তার অবরোধ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক।  

সংঘর্ষের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে আব্দেরামান কৌলামাল্লাহকে সশস্ত্র সেনাসদস্যদের মাঝে কথা বলতে দেখা যায়।  

সরকার জানিয়েছে, এই হামলার পেছনের উদ্দেশ্য এবং হামলাকারীদের পরিচয় তদন্ত করে দেখা হচ্ছে। সংঘর্ষের কারণে এন'জামেনার কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


সর্বশেষ সংবাদ