দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল  © সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।

রোববার (৩ ডিসেম্বর) বেনোনিতে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। যেখানে প্রোটিয়াদের ১০ জয়ের বিপরীতে টাইগ্রেসদের জয় মাত্র ১ ম্যাচে। ফলে বেনোনিতে মাঠে নামার আগে এগিয়েই থাকবে প্রোটিয়ারা। মাঠটাও তো তাদেরই।

বাংলাদেশ এগিয়ে থাকবে অন্য একটি জায়গায়। নিজেদের সবশেষ সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। যেখানে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে।

আগামী ৬ ও ৮ ডিসেম্বর কিম্বারলিতে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে ম্যাচটি হবে। এরপর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর পচেফস্ট্রুমে ও বেনোনিতে।

এর আগে দুই সিরিজের জন্য ১৬ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, ফারজানা হক, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, ফাহিমা আক্তার, মারুফা আক্তার ও দিবা বিশ্বাস।


সর্বশেষ সংবাদ