বিডিআর বিদ্রোহ
জওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:০২ PM
বিডিআর বিদ্রোহের পর নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেছেন বিডিআরের পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা যমুনা হয়ে শাহবাগ পর্যন্ত পৌঁছাতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন।
আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে হাজারো ছাত্র-জনতা নিয়ে এই পদযাত্রা শুরু হয়। তবে শাহবাগ থানার সামনে পুলিশ তাদের পথ আটকিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় একটি প্রতিনিধি দল তাদের দাবি জানিয়ে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। অন্যরা সেখানেই অবস্থান নিতে থাকেন।
আরও পড়ুন: বাহাত্তরের সংবিধান নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
এ আন্দোলনের ফলে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কটি বন্ধ হয়ে যায়, যার প্রভাব আশপাশের সড়কেও পড়ে এবং যানবাহন চলাচল ধীর হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই আন্দোলন করছেন, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: কাতার থেকে লন্ডনের পথে খালেদা জিয়া
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার কয়েক দিন ধরেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। বুধবার তিনি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রার ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই শহীদ মিনারে হাজারো মানুষ জমায়েত হন, এবং সাড়ে ১২টার দিকে পদযাত্রা শুরু হয়। তবে শাহবাগ পৌঁছানোর পর পুলিশ তাদের বাধা দেয়।