সীতাকুণ্ডে শ্রমিক দলের সভাপতিকে হত্যা

মীর আরমান হোসাইন
মীর আরমান হোসাইন  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের শ্রমিকদল সভাপতি মীর আরমান হোসাইনকে রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন মীর আরমান। এ সময় মোবাইল ফোনে একটি কল আসলে তিনি দোকান থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পরই পাশ থেকে তাঁর চিৎকার শোনা যায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, আরমানের পায়ের রগ কাটা এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছিন্নমূল এলাকার বাসিন্দা ও যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নয়ন বলেন, মীর আরমান চায়ের দোকানে বসে ছিলেন। কেউ তাঁকে কল দিয়ে বাইরে নিয়ে যায়। এরপর এ ঘটনা ঘটে। কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় মীর আরমান হোসাইন নামে এক যুবক নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।


সর্বশেষ সংবাদ