বিএনপি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চায় না: আমীর খসরু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি কোনো ব্যবসা প্রতিষ্ঠান দলীয়করণ করতে চায় না। তিনি ব্যবসায়ী সংগঠনগুলোকে নিজেদের নেতৃত্ব নিজেদের নির্ধারণ করতে পরামর্শ দিয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে নগরের মেহেদীবাগস্থ বাসভবনে চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সিএন্ডএফ ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আমরা দলীয়করণ করার বিপক্ষে। তারেক রহমানের নির্দেশ, আমরা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চাই না। বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে দলীয়করণের কারণে। প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করতে করতে দেশ আজ এ জায়গায় এসে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘দেশটা যেভাবে দলীয়করণ এবং লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন তার বাইরে না। শুধু যে চট্টগ্রাম সিঅ্যান্ড অ্যাসোসিয়েশন ধ্বংস হয়েছে তা নয়, দেশে প্রতিটি প্রতিষ্ঠানই এভাবে ধ্বংস হয়ে গেছে। তাই রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব, এ প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। দল হিসেবে এ দায়িত্ব আমরা পালন করছি।’
বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও পরিচালক সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রোকন উদ্দিন মাহমুদের সঞ্চালনায় এ সভায় আরও বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, বঞ্চিত ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।