ক্ষমতায় গেলে আ. লীগের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেবে বিএনপি: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎখাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছিল। কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্কে সেটি ধামাচাপা পড়ে যাচ্ছে।। ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হবে।'
বিদ্যুৎখাতে আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছর দুর্নীতি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎখাতে চরম অনিয়ম ঘটেছে। বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বস্বান্ত করেছে।'
পতিত আওয়ামী লীগের বিদ্যুৎখাতে দুর্নীতির কারণে আগামী ২০২৭ সাল থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা করেন বিএনপির এই নেতা।