ফেনীতে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য
বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য  © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় উপজেলায় পৃথক অভিযানে ৩৯ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট ও থ্রিপিস জব্দ করা হয়েছে। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে জেলার ছাগলনাইয়া উপজেলার দেবপুর, যশপুর ও মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট ও ভারতীয় কম্বল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ৫৪ হাজার টাকা। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত আছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ