জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনীতে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ PM
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান এই আদেশ দেন।
এর আগে, সোমবার (৩০ ডিসেম্বর) ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও মো. ফারুক আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আদালত সূত্রে জানা যায়, শ্রাবণ হত্যা মামলায় বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের দুই দিনের রিমান্ড এবং সবুজ হত্যা মামলায় ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই মামলায় আরও তিন আসামি—আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, আবুল খায়ের, এবং ছাত্রলীগ নেতা ইমরান হাসান ফাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন বলেন, 'ফেনী মডেল থানায় করা পৃথক দুইটি মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদের রিমান্ড আবেদন করেন। আদালত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি চলাকালে অস্ত্রধারীরা ছাত্র-জনতার ওপর গুলি চালালে ৯ জন নিহত হন। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলাকারীদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।