বাংলাদেশের অভ্যুত্থান থেকে শিক্ষা ইমরান খানের, আন্দোলনের নতুন ডাক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ PM
বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্দোলনকারীদের ডাকে সাড়া দিয়ে রেমিট্যান্স পাঠাননি তারা। ফলে বেকায়দায় পড়ে তৎকালীন শেখ হাসিনা সরকার। এবার বাংলাদেশের গনঅভ্যুত্থান থেকে একই শিক্ষা নিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
তার নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই নেতাকর্মীদের উপর সম্প্রতি অন্যায় ও নির্যাতনের প্রতিবাদে প্রবাসী পাকিস্তানিদের প্রতি রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ইমরান খান।
কারাবন্দি দলীয় কর্মীদের মুক্তি, ৯ মে’র দাঙ্গা এবং ২৬ নভেম্বর ইসলামাবাদে পিটিআই কর্মীদের উপর ক্র্যাকডাউন তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন করার দাবি জানান ইমরান খান। সরকার এসব দাবি পূরণ করতে ব্যর্থ হলে তিনি প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখতে বলেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইমরান খানের বোন আলিমা খান প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে আদিয়ালা জেলের বাইরে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় সরকারকে অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য অভিযুক্ত করেন। তিনি দাবি করেন যে পিটিআই সরকারের অপসারণের পরে লক্ষ লক্ষ নাগরিক দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
সাংবাদিকদের কাছে পিটিআই মুখপাত্র বলেন, ইমরান খানের মুক্তি আইনি ও বিচার ব্যবস্থার মাধ্যমেই হবে। মুক্তির জন্য কোনো প্রকার চুক্তি বা আপস করা হবে না। পিটিআই মুখপাত্র জানান, আগামী বছরের ৩১ জানুয়ারির আগে সরকারের সঙ্গে পিটিআইয়ের আলোচনা শেষ করা হবে। এই আলোচনার সময় ঘোষণা করবেন পিটিআইয়ের চেয়ারম্যান ওমর আইয়ুব।
তিনি আরও বলেন, ইমরান খান তার ওপর হওয়া অত্যাচার ক্ষমা করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। রেজা পিটিআইয়ের আলোচনা কমিটির দুটি প্রাথমিক দাবি তুলে ধরেন। যাতে ৯ মে ও ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করার দাবি করা হয়।