মিজানুর রহমান আজহারীর পরবর্তী মাহফিল সূচি জানা গেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ AM
জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী বছরের ২৫ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এ মাহফিলের আয়োজন করছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।
আরও পড়ুন: মাহফিলের মঞ্চে অনুসারীদের ভিড়, যে সতর্কতা করলেন আজহারী
আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, ‘শায়েখ মিজানুর রহমান আজহারী এবার দেশে মাত্র ৮টি প্রোগ্রাম করার কথা বলেছেন। আমরা অনেক আনন্দিত, কারণ তিনি এই ৮টি প্রোগ্রামের মধ্যে পটুয়াখালীতে একটি প্রোগ্রাম রেখেছেন। ইতোমধ্যে শায়েখের পিএস প্রফেসর মোশাররফ হোসেন স্যার পটুয়াখালীতে এসে জায়গা পরিদর্শন করেছেন।’
এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন তিনি।