মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ PM
কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী সমুদ্রসৈকত-সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার পর এ দুর্ঘটনা ঘটে।
সাজিদ কবির কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে। বর্তমানে সে ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সাজিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।