আজ ৯ ঘণ্টা ফ্রি ব্যবহার করা যাবে রাজধানীর এক্সপ্রেসওয়ে

এলিভেটেড এক্সপ্রেসওয়ে
এলিভেটেড এক্সপ্রেসওয়ে  © সংগৃহীত

রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে আজ শনিবার (২১ ডিসেম্বর) টোল ছাড়াই এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‍্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই সুযোগ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজধানী ঢাকায় আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়াই এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।

এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন কনসার্টের আয়োজন করে।

সেদিন বিশিষ্ট সংগীতশিল্পী বেবি নাজনীন, আসিফ আকবর, খুরশিদ আলম এবং ব্যান্ড সোলস, আর্ক, নগর বাউল, সোনার বাংলার জনপ্রিয় শিল্পীরা সেই কনসার্টে গান পরিবেশন করেন।


সর্বশেষ সংবাদ