ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন পড়ল রেললাইনে, ব্যাহত রেল চলাচল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ করতে গিয়ে ক্রেন রেললাইনে পড়ে যায়
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ করতে গিয়ে ক্রেন রেললাইনে পড়ে যায়  © সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ায় সকালে ঢাকার সঙ্গে সারা দেশের অধিকাংশ ট্রেন চলাচল প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

তিনি বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ক্রেনটি সরিয়ে নেয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।’


সর্বশেষ সংবাদ