কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ AM
কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। একটি পাগল কুকুর বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) গভীর রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অর্ধশতাধিক লোকজনকে কামড়িয়ে আহত করে।
জানা গেছে, শুক্রবার সকালে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে মুসল্লিরাও কুকুরের কামড়ানোর শিকার হন পৌর সদরের ঢেকিয়া ও দ্বীপেশ্বর এলাকার লোকজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) চিকিৎসক তানভীর হাসান জিকু ১৪ জনের নাম নিশ্চিত করেন। তারা হলেন- মনি (৮) তানভির (১৩) মাহিন (৩০) ফরিদ (৪২) মনজিলা (৩৫) রুমি (১০) সরলা (৫০) লুৎফা (৫০) করিমা (৬০) মুনজুর (২০) জেসমিন (৫০) শারমিন (২২) শামিম (৩৭) নোহা (৫)। আহতদের অনেকই স্থানীয় বিভিন্ন ফার্মেসী থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় আহতের সঠিক সংখ্যা সুনিশ্চিত করে জানা যায়নি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সুহান জানান, বেওয়ারিস কুকুর নিধনে দ্রুতগতিতে ব্যবস্থা নেওয়া হবে।