মেট্রোরেলের র্যাপিড পাস বিক্রি শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ AM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ AM
মেট্রোরেলে যাত্রীদের জন্য প্রতিটি স্টেশনে গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে র্যাপিড পাস বিক্রি শুরু হয়েছে। আগে স্টেশনগুলোতে কেবল এমআরটি পাস বিক্রি হলেও এখন থেকে তা আর বিক্রি হবে না। এমআরটির পরিবর্তে র্যাপিড পাস বিক্রি হবে। পাস কিনতে স্টেশনে থাকা কাউন্টারে যোগাযোগ করতে হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড কোম্পানির ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, ডিএমটিসিএল-এর পক্ষ থেকে মেট্রো স্টেশনগুলোতে র্যাপিড পাস বিক্রি শুরু হয়েছে। এমআরটি পাসের পরিবর্তে এখন র্যাপিড পাস ক্রয় করার জন্য সম্মানিত যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে।
র্যাপিড পাসের পাশাপাশি ইতোমধ্যে বিক্রি হওয়া এমআরটি পাসও যাত্রীরা ব্যবহার ও রিচার্জ করতে পারবেন বলে পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টে আরও বলা হয়, আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়টির সমাধান হবে। হাতে যথেষ্ট সময় নিয়ে স্টেশনে আসার জন্য সম্মানিত যাত্রীদের বিনীত অনুরোধ জানানো হচ্ছে। যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করছে এবং আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছে।