আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিহত শরিফুল ইসলাম
নিহত শরিফুল ইসলাম  © সংগৃহীত

মাগুরায় সদর উপজেলায় সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরিফুল (৪২) নামে বিএনপি নেতার ছেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেরইল পলিতা বাজারের সেলুনে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম বেরইল পলিতা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আকবর মেম্বারের ছেলে। তিনি বেরইল পলিতা বাজারের সেলুনে বসে ছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার রাজা গাজীর লোকজন অতির্কিতে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলার পর দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।  

আরও জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে বেরইল পলিতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রাজা গাজী এবং সাবেক মেম্বার আকবর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ২০০৮ সালে সাবেক মেম্বার আকবর হোসেনের লোকজন রাজা গাজীর মেম্বারের লোকজনের উপর শসস্ত্র হামলা চালায়। তারই জের ধরে এই হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা হলো- বেইরল পলিতা ইউনিয়নের সালাম গাজীর ছেলে রাজা গাজী (৫৫), উজির গাজীর ছেলে মুস্তাক গাজী (৩০),  রাজা গাজীর ছেলে সাগর গাজী (২৮), আফার শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৪৮) ও মাজার গাজী।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, হত্যাকান্ডের খবর পেয়ে সদর থানার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। এর জের ধরে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ময়নাতদন্তের জন্য মৃত ব্যাক্তির লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে


সর্বশেষ সংবাদ