স্কুলছাত্র আহনাফ হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ PM
ফেনীতে স্কুলছাত্র আহনাফ আল মাঈন নাশিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফেনীর সদস্যরা। মানববন্ধনে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এনসিটিএফ ফেনীর উপদেষ্টা, কার্যকরী ও সাধারণ সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে ফেনী জেলা এনসিটিএফ উপদেষ্টা আবু তাহের ভূঞা বলেন, এমন শিশু হত্যাকাণ্ড যাতে আগামী দিনে না ঘটে, সে জন্য দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এনসিটিএফ উপদেষ্টা আসাদুজ্জামান দারা বলেন, পুলিশ দ্রুত আসামিদের আইনের আওতায় এনেছে। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তার জন্য অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান তিনি।
আরও পড়ুন: ফেনীতে ক্লাসে ফিরছে না অনেক শিক্ষার্থী
ইয়েস বাংলাদেশ ফেনীর জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন এনসিটিএফ ফেনীর উপদেষ্টা ইমন উল হক, নাজমুল হক শামীম, এনসিটিএফ ফেনীর সভাপতি ফারজানা আহমেদ অহনা ও সহসভাপতি শাহরিয়ার উল্ল্যাহ।
মানববন্ধনে এনসিটিএফ ফেনীর কার্যকরী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও স্কুল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৮ ডিসেম্বর আহনাফ আল মাঈন নাশিতকে প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে অপহরণ করা হয়। অপহরণকারীরা মুক্তিপণের ১২ লাখ টাকা না পেয়ে তাকে হত্যা করে মরদেহ গুম করা করে। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরতলির দেওয়ানগঞ্জ এলাকায় রেললাইনের পাশে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আহনাফকে অপহরণ ও নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আশরাফ হোসেন তুষার (২০), মো. মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাতকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।