ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:৩০ PM
ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্লাটফর্মটির আত্মপ্রকাশ ও প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত এই প্লাটফর্মের আহবায়ক কমিটির সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন মুখপাত্র ওমর ফারুক। লিয়াজোঁ সমন্বয়ক মো. আবিদুর রহমান আবেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন।
সভায় আহবায়ক কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়। এ কমিটিতে আছেন, মু. আবদুল্লাহ আল যোবায়ের, মোহাম্মদ আবদুর রহিম, মুহাম্মদ খালেদ করিম, মফিজুর রহমান মুন্না, মো. রফিকুল ইসলাম কিরন, মারুফ ফাহিম, নোমান শিবলী, মুহাম্মদ লোকমান হোসাইন, আবদুল্লাহ আল জোবায়ের (কালবেলা), ফররুখ মাহমুদ, সাদেকুল ইসলাম, ইমরানুল হক, রাবেয়া আক্তার, চৌধুরী তাবাসসুম জাহান সাজিন, মো. সাইফ উল্যাহ সাইফকে।
আহবায়ক কমিটির পাশাপাশি একটি উপদেষ্টা কমিটিও সভায় মনোনয়ন দেয়া হয়। উপদেষ্টা কমিটিতে আছেন, ড. জসিম উদ্দিন (ঢাবি), ড. মোহাম্মদ হাসান উদ্দিন (পবিপ্রবি), নিয়াজ উদ্দিন (চবি), মেসবাহ উদ্দিন সাঈদ (ব্যবসায়ী), শাহাদাত হোসেন (ফেনীর সময়) আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী)।
উল্লেখ্য, ক্রমান্বয়ে আহবায়ক কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃদ্ধি করা হবে এবং বিস্তারিত কর্মসূচি প্রদান করা হবে।