টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

টঙ্গী জংশন
টঙ্গী জংশন  © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। মৃত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান। স্থানীয়রা তাদের রেললাইন দিয়ে হাঁটতে দেখেছেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ