আইনজীবী হত্যার বিচার চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোক সমাবেশ

কেন্দ্রীয় শহিদ মিনারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোক সমাবেশ
কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোক সমাবেশ  © টিডিসি

হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য কর্তৃক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের বিচার চেয়ে রাজধানীতে শোক সমাবেশ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বুধবার (২৭ নভেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশকে শান্তি বিনষ্ট করার জন্য ভারতের মদদে এদেশে উস্কানি দেওয়া হচ্ছে। আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সরকারের কাছে আমরা আহবান জানাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরক্র চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস একজন রাষ্ট্রদ্রোহী। ছাত্রজনতা তাকে কোনো ভাবেই ছাড় দেবে না। তার কঠোর শাস্তির দাবি জানাই। আমরা সব ধর্মের প্রতি সহানুভূতিশীল, কিন্তু কোনো গোষ্ঠী যদি এদেশের শান্তি বিনষ্ট করতে চায় তাহলে তাদের বাংলাদেশের মাটি থেকে বিদায় দিতে হবে।’

আরও পড়ুন: ইসকন নিষিদ্ধসহ বিচার দাবিতে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য  সিনথিয়া জারিন আয়েশা বলেন, ‘আমরা উগ্রবাদীদের বলে দিতে চাই আপনারা বাংলাদেশের অসাম্প্রদায়িক জনগণের সাথে সাম্প্রদায়িক কার্ড খেলতে আসবেন না। বাংলার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য আপনারা যে ঘৃণ্য হত্যাকাণ্ড করেছেন তা ঘৃণ্য। ভারতের স্পষ্ট মদদে এগুলো হচ্ছে। তাদের গণমাধ্যমগুলোও সংখ্যালঘুদের ওপর আক্রমণের খবর প্রচার করছে।  তাদের এই অপচেষ্টাকে আমরা রাজপথে থেকে নস্যাৎ করব।’

এ সময় ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘ইসকন তুই জঙ্গি-স্বৈরাচারের সঙ্গী’, ‘আপোস না সংগ্রাম- সংগ্রাম সংগ্রাম’, ‘জঙ্গিবাদের কালোহাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন ইসলামসহ অন্যান্য সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।