সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার, গাড়ি ও বাড়িতে হামলা-ভাঙচুর

সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর
সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর  © সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার দেখায় রাজাপুর থানা-পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘কাঠালিয়ায় বিএনপি অফিস ভাংচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এর আগে বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় মেহজাবিন নামের শাহজাহান ওমরের নিজ বাড়িতে হামলা-ভাঙচুরের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুইটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে যায়।

পরে নিজ এলাকায় যাওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর পিংড়ি এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমর ও তার গাড়িচালক আহত হয়েছে।

শাহজাহান ওমরের সফরসঙ্গী বাবুল মৃধা রিপনসহ একাধিক অনুসারী জানান, ৫ আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়ে রক্তাক্ত হন। এ সময় তার গাড়ির চালকসহ কয়েকজন আহত হন। পরে তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন শাহজাহান ওমর। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে তিনি।


সর্বশেষ সংবাদ