তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক

তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন  © সংগৃহীত

বাংলাদেশ থেকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে 'মৃত' দেখাচ্ছে ফেসবুক। অর্থাৎ তার ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তার প্রোফাইলে ঢুকলেই লেখা আসছে ‘রিমেম্বারিং তসলিমা নাসরিন’। যা শুধুমাত্র মৃত ব্যক্তিদের ব্যাপারে লেখা হয়।

সোমবার (২১ অক্টোবর) তসলিমা নাসরিনের অ্যাকাউন্টে গিয়ে আইডিটি ‘রিমেম্বারিং’ দেখা গেছে।

ফেসবুক কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

কেউ মারা গেলে তার ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করতে হলে একটি ফরম পূরণ করে ফেসবুকের কাছে আবেদন করতে হয়। ওই আবেদন যাচাই করে পদক্ষেপ নেওয়া হয়। তবে তসলিমা নাসরিনের ক্ষেত্রে কী ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: অমিত শাহের দ্বারস্থ তসলিমা নাসরিন

তবে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি অ্যাকটিভ রয়েছে। রাত ৯টার দিকেও সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

এর আগেও ২০২২ সালে ফেসবুক তসলিমা নাসরিনের অ্যাকাউন্ট রিমেম্বারিং করেছিল। এক্স এ পোস্ট করে তাকে জানাতে হয়েছিল যে তিনি জীবিত আছেন। তবে এবার এখনো তেমন কোনো বার্তা দেননি এই লেখিকা।


সর্বশেষ সংবাদ