শিক্ষাব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে ৫৩ বছরের বৈষম্য দূর করতে হবে
জাতীয় শিক্ষক ফোরামের আলোচনায় কেন্দ্রীয় সভাপতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ০৬:১৯ PM
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান বলেছেন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ৫৩ বছরের বিরাজমান বৈষম্য দূর করতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কোন বিকল্প নেই।
শুক্রবার (০৪ অক্টোবর) ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। দেশের এমপিওভুক্ত সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর প্রাণের দাবি জাতীয়করণ। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয়করণ করবে। ২০২৪ এর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমাজের এটি প্রাণের দাবি।
জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা নেছার উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার মো. শহিদুল ইসলাম।
আরও পড়ুন: পাঁচ বছর পর জুমার খুতবা, ইসরায়েলকে কড়া বার্তা দিলেন খোমেনি
বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ডক্টর মাসুম রব্বানী, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ওমর ফারুক, উত্তর সেক্রেটারি আব্দুর রহিম, শিক্ষক নেতা মো. আমির হোসেন, সুলতান আহমদ ও মনিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও. আরিফুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক নাসির উদ্দীন খান আরো বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা শিক্ষার ক্ষেত্রে দেশের ৯৮ ভাগ দায়িত্ব পালন করেন। তারপরেও সমান দায়িত্ব পালন করে বৈষম্যের শিকার সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী। এটা দূর করতে হবে। তিনি বলেন, শুধু ইএফটিতে বেতন-ভাতা দেওয়া নয়, জাতীয়করণ ঘোষণা করতে হবে।